জাহেদ চেয়ারম্যান আবারও টইটং উচ্চ বিদ্যালয়ের সভাপতি
কক্সবাজারের পেকুয়ায় টইটং উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটিতে আবারও সভাপতি হয়েছেন টইটং ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী। এ নিয়ে তিনি দ্বিতীয়বার সভাপতি মনোনীত হলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সুত্র জানায়, টইটং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন জাহেদুল ইসলাম চেয়ারম্যান। এ দিকে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল। তিনি ফের সভাপতি হয়েছেন এ খবরে টইটংয়ের সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও তাকে নিয়ে লেখালেখি হচ্ছে। ফেইসবুক থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এ বিদ্যালয় ছাড়াও তিনি টইটংয়ের আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টানেও সভাপতি পদে আসীন আছেন। মাধ্যমিক লেভেলের প্রতিষ্টান টইটংয়ের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিও জাহেদ চেয়ারম্যান। টইটংয়ের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মিত হয়েছে। গেল বছরে ওই খেলার মাঠের নির্মাণকাজ শেষ হয়েছে। এ মাঠে বর্তমানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলমান। মিনি ষ্টেডিয়াম ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্টপোষকও জাহেদ চেয়ারম্যান।