পেকুয়ায় প্রেমিকের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
নাজিম উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকের সাথে অভিমান করে নয়ন মনি (১৬) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা বলিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন মনি ওই এলাকার মৃত,শাহাব উদ্দিনের কন্যা। পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নয়ন মনির মা ছেমনখাতুন জানায়, সকালে পরিবারের সবার অগোচরে নয়ন মনি ঘরের আঁড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানায়, বলিরপাড়ার আবুল কাসেমের ছেলে রিফাতুল ইসলাম প্রকাশ মনিয়ার সাথে নয়ন মনির দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। দুইজনের মধ্যে বিয়ে সাদির কথাও পাকাপোক্ত ছিল। প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাশুনা ছিল। সকালে হঠাৎ রিফাত মুঠোফোনে নয়ন মনিকে বিয়ে করতে পারবেনা বলে জানায়। অন্য এক মেয়েকে গোপনে বিয়ে করেছে বলে জানালে দুইজনের মধ্যে মোবাইলে বাকবিতন্ডা হয়। রিফাত প্রতারণা করায় অভিমান করে আত্মহত্যা করেছে নয়ন মনি। দুইজনের গভীর প্রেমের বিষয়টি স্থানীয়রাও জানিয়েছেন। রিফাত পেশায় পাইপমেস্ত্রী। এদিকে নয়ন মনি আত্মহত্যার খবরে গা ঢাকা দিয়েছে রিফাতুল ইসলাম। মুঠোফোনের সংযোগ বন্ধ থাকায় রিফাতুল ইসলামের বক্তব্য নেয়া যায়নি।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানায়,কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।