পেকুয়ায় ‘রিচিং আউট অব-স্কুল চিলড্রেন’ প্রকল্পের উদ্বোধন
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদে উদ্দীপনের উদ্যোগে রিচিং আউটি অব-স্কুল চিলড্রেন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ০৮ ফেব্রুয়ারী (সোমবার) পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে উজানটিয়া ইউনিয়ন পরিষদে রস্ক-২ প্রকল্পের প্রি ভোকেশনাল স্কিলস ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ মাহবুব হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশরেকুল আলম,সেভ দ্য চিলড্রেনের প্রকল্প প্রধান মোঃ সুলতান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহীদুল ইসলাম চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী মো: আলমগীর হোসাইন, রস্ক-২ মোঃ মোর্তাজুল হক, জোনাল ম্যানেজার উদ্দীপন, মোঃ নূরুল হক, প্রোগ্রাম ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন। আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন, ব্রাঞ্চ ম্যানেজার, উদ্দীপন, জনাব মোঃ মোজাহেরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী, উদ্দীপন। এছাড়াও উজানটিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং উদ্দীপনের প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জনাবা রওশন জান্নাত রুশনী, সহকারী ব্যবস্থাপক, উদ্দীপন, প্রধান কার্য়ালয়, ঢাকা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের সুবিধাদি তুলে ধরেন এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আলোকপাত করেন। উদ্দীপনের পক্ষে মোর্তাজুল হক জানান প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের জিরো ইন্টারেস্টে অথবা স্বল্প সুদে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে। উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২৫টি সেলাই মেশিন প্রদানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোতাছেম বিল্যাহ বলেন- সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করতে পারলে শিক্ষার্থীদের বিভিন্ন ঋণ সুবিধাসহ চাকুরী বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করবেন।